শনিবার   ১৯ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২০ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২২৬

ভাসানী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির বৃক্ষরোপন কর্মসূচি 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জুন ২০২৩  

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি কর্তৃক বৃক্ষরোপন শুভ উদ্বোধন করা হয়।

২১ জুন (বুধবার) বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবনের সামনে বেলা ১২ টা ৩০ মিনিটে নানান ধরনের  বৃক্ষ রোপন মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন করেন। 

সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ আর এম সোলাইমান, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এএসএম সাইফুল্লাহ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ মাসুদার রহমান, তাছাড়াও উপস্থিত ছিলেন ক্যাম্পাসের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারী।

 

শিক্ষক সমিতি‌র সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে কথা বলে জানা যায়, আরো অনেক বৃক্ষ রোপনের পরিকল্পনা আছে এটি মাত্র শুরু। সামনে বড় পরিসরে বৃক্ষ রোপন করা হবে।

প্রসঙ্গ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি‌ ২০২৩ । এটি বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত প্রগতিশীল শিক্ষক সমাজের মাধ্যমে পরিচালিত সংগঠন।

 

এই বিভাগের আরো খবর